গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়
রাউজান,চট্টগ্রাম।
সিটিজেন চার্টার
নাগরিক সনদ বা সেবা প্রদান প্রতিশ্রুতি
রুপকল্প (vision), অভিলক্ষ(Mission), কৌশলগত উদ্দেশ্যসমুহ এবং কার্যাবলী
ভিশনঃ বাংলাদেশের উন্নয়ন ও গৌরব বৃদ্ধিতে সক্ষম,নৈতিক ও মানবিক মুল্যবোধ সম্পন্ন আধুনিক জীবনমনস্ক যুব সমাজ।
মিশনঃ জীবনের সর্ব ক্ষেত্রে যুবদের প্রতিষ্ঠার লক্ষে তাঁদের প্রতিভার বিকাশ ও ক্ষমতায়ন নিশ্চিত করা।
সে লক্ষে ১৮-৩৫ বৎসর বয়সী বেকার যুবক ও যুব মহিলাদের আত্মনির্ভরশীল ভাবে গড়ে তোলার লক্ষে পেশা ভিত্তিক প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কার্যক্রম, ঋণ ও তৎসংশ্লিষ্ট অন্যান্য কার্যক্রম বাস্তবায়ন করা হয়।
(ক) প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণঃ
প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কার্যক্রম নিম্ন বর্ণিত প্রশিক্ষণ সমুহ জেলা কার্যালয় কর্তৃক পরিচালিত হয়।
ক্রমিক নং |
প্রশিক্ষণের নাম |
কোর্সের মেয়াদ |
ভর্তি ফি |
ভর্তির ন্যুন্যতম যোগ্যতা |
ধরণ |
১ |
কম্পিউটার বেসিক কোর্স |
৬ মাস |
১০০০/- |
ন্যুন্যতম এইচ এস সি পাশ |
আনাবাসিক |
২ |
কম্পিউটার গ্রাফিক্স কোর্স |
৬ মাস |
২০০০/- |
ন্যুন্যতম এইচ এস সি পাশ |
আনাবাসিক |
৩ |
রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং কোর্স |
৬ মাস |
৩০০/- |
ন্যুন্যতম অষ্টম শ্রেণী পাশ |
আনাবাসিক |
৪ |
ইলেকট্রনিক্স কোর্স |
৬ মাস |
৩০০/- |
ন্যুন্যতম অষ্টম শ্রেণী পাশ |
আনাবাসিক |
৫ |
ইলেকট্রিক্যাল এন্ড হাউজওয়্যারিং কোর্স |
৬ মাস |
৩০০/- |
ন্যুন্যতম অষ্টম শ্রেণী পাশ |
আনাবাসিক |
৬ |
পোষাক তৈরী প্রশিক্ষণ কোর্স |
৬ মাস |
৫০/- |
ন্যুন্যতম অষ্টম শ্রেণী পাশ |
আনাবাসিক |
৭ |
মডার্ণ অফিস ম্যানেজমেন্ট এন্ড কম্পিউটারি এ্যাপ্লিকেশন কোর্স |
৬ মাস |
৫০০/- |
ন্যুন্যতম এইচ এস সি পাশ |
আনাবাসিক |
৮ |
ব্লক প্রিন্টিং কোর্স |
৪ মাস |
৫০/- |
ন্যুন্যতম অষ্টম শ্রেণী পাশ |
আনাবাসিক |
৯ |
বাটিক প্রিন্টিং কোর্স |
৪ মাস |
৫০/- |
ন্যুন্যতম অষ্টম শ্রেণী পাশ |
আনাবাসিক |
১০ |
মৎস্য চাষ প্রশিক্ষণ কোর্স |
১ মাস |
৫০/- |
ন্যুন্যতম অষ্টম শ্রেণী পাশ |
আনাবাসিক |
১১ |
গবাদপশু পালন, হাঁস মুরগী
|
৩ মাস |
১০০/- |
ন্যুন্যতম অষ্টম শ্রেণী পাশ |
আবাসিক |
১২ |
কৃষি/হর্টিকালচার |
১ মাস |
৫০/- |
ন্যুন্যতম অষ্টম শ্রেণী পাশ |
আবাসিক |
(খ) অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণঃ
নিম্ন বর্ণিত আপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ সমুহ উপজেলা কার্যালয় কর্তৃক সরাসরি পরিচালিত হয়।
ক্র: নং |
প্রশিক্ষণের নাম |
কোর্সের মেয়াদ |
ভর্তি ফি |
ভর্তির ন্যুন্যতম যোগ্যতা |
মন্তব্য |
১ |
পারিবারিক হাঁসমুরগী পালন |
এক সপ্তাহ |
ফ্রি প্রশিক্ষণ |
ন্যুন্যতম অষ্টম শ্রেণী পাশ |
স্থানীয় চাহিদার ভিত্তিতে অন্য যে কোন প্রশিক্ষণ প্রদান করা যেতে পারে। |
২ |
মৎস্য চাষ |
এক সপ্তাহ |
ফ্রি প্রশিক্ষণ |
ন্যুন্যতম অষ্টম শ্রেণী পাশ |
|
৩ |
গরু মোটা তাজা করণ |
এক সপ্তাহ |
ফ্রি প্রশিক্ষণ |
ন্যুন্যতম অষ্টম শ্রেণী পাশ |
|
৪ |
পারিবারিক গাভী পালন |
এক সপ্তাহ |
ফ্রি প্রশিক্ষণ |
ন্যুন্যতম অষ্টম শ্রেণী পাশ |
|
৫ |
কবুতর পালন |
এক সপ্তাহ |
ফ্রি প্রশিক্ষণ |
ন্যুন্যতম অষ্টম শ্রেণী পাশ |
|
৬ |
ব্রয়লার ও ককরেল পালন |
এক সপ্তাহ |
ফ্রি প্রশিক্ষণ |
ন্যুন্যতম অষ্টম শ্রেণী পাশ |
|
৭ |
বসত বাড়িতে সব্জী চাষ |
এক সপ্তাহ |
ফ্রি প্রশিক্ষণ |
ন্যুন্যতম অষ্টম শ্রেণী পাশ |
|
৮ |
কম্পোষ্ট/ কেঁচো সার তৈরী |
এক সপ্তাহ |
ফ্রি প্রশিক্ষণ |
ন্যুন্যতম অষ্টম শ্রেণী পাশ |
|
৯ |
ছাগল পালন |
এক সপ্তাহ |
ফ্রি প্রশিক্ষণ |
ন্যুন্যতম অষ্টম শ্রেণী পাশ |
|
১০ |
নার্সারি |
এক সপ্তাহ |
ফ্রি প্রশিক্ষণ |
ন্যুন্যতম অষ্টম শ্রেণী পাশ |
|
১১ |
ফুল চাষ |
এক সপ্তাহ |
ফ্রি প্রশিক্ষণ |
ন্যুন্যতম অষ্টম শ্রেণী পাশ |
|
১২ |
ফলের চাষ ( পেঁপে, কলা, লেবু) |
এক সপ্তাহ |
ফ্রি প্রশিক্ষণ |
ন্যুন্যতম অষ্টম শ্রেণী পাশ |
|
১৩ |
ব্লক প্রিন্টিং |
এক সপ্তাহ |
ফ্রি প্রশিক্ষণ |
ন্যুন্যতম অষ্টম শ্রেণী পাশ |
|
১৪ |
বাটিক প্রিন্টিং |
এক সপ্তাহ |
ফ্রি প্রশিক্ষণ |
ন্যুন্যতম অষ্টম শ্রেণী পাশ |
|
১৫ |
পোশাক তৈরী |
এক সপ্তাহ |
ফ্রি প্রশিক্ষণ |
ন্যুন্যতম অষ্টম শ্রেণী পাশ |
|
১৬ |
বাঁশ ও বেতের সামগ্রী তৈরী |
এক সপ্তাহ |
ফ্রি প্রশিক্ষণ |
ন্যুন্যতম অষ্টম শ্রেণী পাশ |
যুব ঋণ কর্মসুচীঃ-
১. |
যুব উন্নয়ন অধিদপ্তর থেকে যে কোন বিষয়ে প্রশিক্ষণ গ্রহন শেষে প্রকল্প গ্রহনকারীদের মধ্যে সহজ শর্তে যুব ঋণ প্রদান করা হয়। |
২. |
একজন যুবক/ যুব মহিলা প্রশিক্ষণ শেষে প্রকল্প গ্রহন করলে উক্ত প্রকল্প সম্প্রসারনের জন্য উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার নিকট সাদা কাগজে আবেদন করলে সংশ্লিস্ট সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রকল্প পরিদর্শন করে সন্তোষজনক হিসাবে প্রতীয়মান হলে অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষনের ক্ষেত্রে প্রথম দফায় ৪০,০০০/-থেকে ১.৫০ লক্ষ এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের ক্ষেত্রে প্রথম দফায় ৬০,০০০/- থেকে ২.০০ লক্ষ টাকা যুব ঋণ প্রদান করা হয়। |
৩. |
নীতিমালা মোতাবেক ৬ মাস গ্রেস পিরিয়ড শেষে ৩৬ থেকে ৪২ কিস্তিতে ঋনের টাকা পরিশোধ করতে হয়। ঋণ বিতরণের সময় বিতরণকৃত ঋণের উপর ৫% অগ্রীম সঞ্চয় গ্রহন করা হয়। |
৪. |
একজন ঋণী সর্বোচ্চ ২ বার যুব ঋণ গ্রহন করতে পারেন। ঋণ গ্রহনের সময় ব্যাক্তিগত জামিনদার, জমির দলিল ও প্রয়োজনীয় কাগজ পত্র আবেদনের সাথে দাখিল করতে হয়। তবে সরকারী চাকুরীজীবি জামিনদার হলে জমির মূল দলিল দিতে হয় না। যুব ঋণের পুর্বে সার্ভিস চার্জ ছিল ১৬% অথবা ১০%। কিন্ত বর্তমানে উক্ত সার্ভিস চার্জ মাত্র ৫%। |
যুব সংগঠন রেস্ট্রিশনঃ-
সংগঠিত যুবদের ক্লাব ভিত্তিক কর্মকান্ডে সহায়তা করা হয়। যদি কোন এলাকার যুব সমাজ এলাকার উন্নয়ন, আত্ম উন্নয়ন পরিবেশ সংরক্ষণ, জনসচেতনতাবৃদ্ধিমূলক কর্মসূচী গ্রহনের লক্ষে ক্লাব/সমিতি গঠন করে তবে উক্ত সংগঠন কে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে রেজিস্ট্রেশন করা হয় এবং ৪০,০০০/-পর্যন্ত অনুদান প্রদান করা হয়।
এ কার্যালয়ে যে সকল সুবিধা সমূহ পাওয়া যাবেঃ
C যুব উন্নয়ন অধিদপ্তরের নির্ধারীত ট্রেডে অপ্রাতিষ্টানিক বা প্রাতিষ্টানিক প্রশিক্ষণ গ্রহণঃ
C সংশ্লিষ্ট বিষয়ের উপর ঋণ গ্রহণ:
Cসংগঠন রেজিষ্ট্রেশন :
C অনুদান প্রদান :
C সরকারী অন্যান্য সুবিধা সমূহঃ
.......................................................................................................................................
যুব উন্নয়ন অধিদপ্তরের নির্ধারীত ট্রেডে অপ্রাতিষ্টানিক বা প্রাতিষ্টানিক প্রশিক্ষণ গ্রহণে শর্তাবলীঃ
å আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
å জাতীয় যুব নীতিমালা অনুযায়ী ১৮-৩৫ বছর হতে হবে।
å সংশ্লিষ্ট বিষয়ে নির্ধারীত শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।
........................................................................................................................
সংশ্লিষ্ট বিষয়ের উপর ঋণ গ্রহণে ঋণ গ্রহীতার যোগ্যতাঃ
Cযুব উন্নয়ন অধিদপ্তর হতে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে
C প্রকল্পটি সম্ভবতা যাচাইয়ে (পরিদর্শনে) যোগ্য হতে হবে।
C প্রস্তাবিত প্রকল্পটির গ্রহণযোগ্যতা থাকতে হবে।
C প্রশিক্ষণ প্রাপ্ত ট্রেড সংশ্লিষ্ট প্রকল্প গ্রহণ করতে হবে।
C সংশ্লিষ্ট বিষয়ের সনদ প্রাপ্তির ০৩ বছরের মধ্যে ঋণের জন্য উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বরাবর
C সাদা কাগজে আবেদন করতে হবে।
C আবেদনকারীকে অন্যকোন প্রতিষ্টান থেকে ঋণ নেয়া থাকলে তাহার নো-অবজেকশন সনদ দিতে হবে
গৃহীত প্রকল্পের ২০% কাজ নিজের অর্থে সম্পন্ন করতে হবে।
উপরোক্ত শর্তাবলী সম্পন্ন হলে ২০/= টাকা মূল্যমানের ঋণের আবেদন পাওয়া যাবে।
C আবেদন পত্রের সাথে আবেদনকারীর স¤প্রতি তোলা ০৩ কপি ছবি
C চেয়ারম্যান অথবা ওয়ার্ড কমিশনারের কাছ থেকে নাগরিকত্বের সনদপত্র
C মূল সনদ C ব্যাংক একাউন্ট নম্বর
C ১ম জামিনদারঃ
å আবেদনকারীর সমর্থনে যিনি জমির জামিনদার হবেন তাহার নামে ক্রয়কৃত নন-জুডিশিয়াল স্ট্যাম্প ও ০২ কপি ছবি দিতে হবে।
å আবেদনকারীর আবেদনকৃত ঋনের দ্বিগুন সম্পত্তির মূল দলিল(মিউটেশন পর্চা সহ),হালনাগাদ দাখিলা থাকতে হবে।
å প্রকল্পটি লিজ হলে তাহার জন্য নন-জুডিশিয়াল স্ট্যাম্প ও ০২ কপি ছবি দিতে হবে।
C ২য় জামিনদারঃ
å যে কোন একজন সরকারী চাকুরীজিবি জামিনদার হতে হবে এবং (প্রযোজ্য ক্ষেত্রে) নিয়ন্ত্রনকারী কর্তৃপক্ষের প্রত্যায়ন দিতে হবে ও ০২ কপি ছবি দিতে হবে।
উপরোক্ত শর্তাবলী পূরণ হলেই সংশ্লিষ্ট কমিটির অনুমোদন স্বাপেক্ষে ঋণ পাওয়া যাবে।
কাহার নিকট যোগাযোগ করতে হবেঃ
C প্রশিক্ষণ,ঋণ সংশ্লিষ্ট,সংগঠন রেজিষ্টেশন ও অনুদান প্রাপ্তি বিষয়ে এ কার্যালয়ের ০৩ জন সহকারি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার সহিত যোগাযোগ করা যেতে পারে।
C এছাড়াও বিস্তারিত তথ্যের জন্য উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার সহিত যোগাযোগ করা যেতে পারে।
উপরোল্লিখিত সেবা সমূহ পেতে
সরাসরি যোগাযোগ করুন
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়
যুব উন্নয়ন অধিদপ্তর
রাউজান,চট্টগ্রাম।
e-mail: raozan@dyd.gov.bd
অথবা
উপ-পরিচালকের কার্যালয় ও যুব প্রশিক্ষণ কেন্দ্র
যুব ভবন
হাউজিং এষ্টেট রোড,বড়পোল,হালিশহর,চট্টগ্রাম।
ফোন-০৩১-৭১৫৩৭৭
e-mail: ddchattogram@gmail.com